ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

শার্শায় হাতবোমাসহ ৩৭ বিএনপি নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
শার্শায় হাতবোমাসহ ৩৭ বিএনপি নেতা আটক

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় ১৫টি হাত বোমাসহ ৩৭ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে  শার্শার নাভারন বাজারে অবস্থিত বিএনপি অফিস থেকে যশোর গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম তরফদার, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির,
যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও মাসুদুর রহমান মিলন, প্রচার সম্পাদক হিবজুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মতিয়ার রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ৩৭ নেতাকর্মী।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হোসেন বাংলানিউজকে বলেন, নাশকতার উদ্দেশ্যে গোপন মিটিং চলাকালে  খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বোমা পাওয়া যায়।

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের দাবি, দলের উপজেলা কমিটি পুনর্গঠন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের বিষয়ে নেতাকর্মীরা বৈঠক করছিলেন। সেখান থেকে ডিবি পুলিশ  হয়রানিমূলক ভাবে এসব নেতাকর্মীকে আটক করে।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এজেডএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।