ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘জামায়াত জঙ্গি হামলা করে আইএস’র নাম ব্যবহার করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
‘জামায়াত জঙ্গি হামলা করে আইএস’র নাম ব্যবহার করছে’ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: জামায়াত জঙ্গি হামলা করে আইএস’র নাম ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই বলেও দৃঢ়ভাবে উল্লেখ করেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মাদারীপুর পিটিআইতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, আইএস গুলি করে মানুষ হত্যা করে। আর আমাদের দেশে যারা মানুষ হত্যা করছে তার সব কুপিয়ে। এতে প্রমাণ হয় দেশে আইএস’র নামে যারা জঙ্গি হামলা চালাচ্ছে তারা হলো জামায়াত।

জামায়াতকে খুনির দল আখ্যা দিয়ে শাজাহান খান বলেন, তাই তারা খুনকেই পছন্দ করে। সে কারণেই জঙ্গিদের দিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল, তবে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে জঙ্গিবাদকে নির্মূল করবে।

এ সময় উপস্থিত ছিলেন, পিটিআই’র সুপার ইনটেনডেন্ট মহাদেব ব্যনার্জ্জী, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খালেদ মোহাম্মদ জাকি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ২,৩ ২০১৭
এনটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।