[x]
[x]
ঢাকা, বুধবার, ২ জ্যৈষ্ঠ ১৪২৫, ১৬ মে ২০১৮

bangla news

বদরগঞ্জে এমপি ডিউকের গণসংযোগ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১৯ ৬:২৬:৩৮ পিএম
বদরগঞ্জে এমপি ডিউকের গণসংযোগ-ছবি: বাংলানিউজ

বদরগঞ্জে এমপি ডিউকের গণসংযোগ-ছবি: বাংলানিউজ

রংপুর: ঢাকা থেকে বদরগঞ্জে এসেই গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরী।

রোববার (১৯ মার্চ) সকালে সৈয়দপুর থেকে সড়ক পথে বদরগঞ্জ আসার পথে মুচির হাট, লালদিঘির হাট ও পাঠানের হাটে ব্যাপক গণসংযোগ চালান তিনি। এসময় তিনি নৌকার পক্ষে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। পরে তিনি বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা পরিষদের সদস্য মমতাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার মাহাবুবার রহমান হাবলু, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মতিন শাহ্, মানিক কুমার রায়, আওয়ামী লীগ নেতা শফি সর্দ্দার, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন, যুবলীগ নেতা ফারুক হোসেন বাবু, শাহ রাশেদ, ফারুক সর্দ্দার মধু, মারুফুজ্জামান মারুফসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ফেরার পথে ডিউক মোস্তফাপুর ঘাটের নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa