ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জঙ্গিবাদের মাধ্যমে কখনও দেশের উন্নয়ন হতে পারে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
জঙ্গিবাদের মাধ্যমে কখনও দেশের উন্নয়ন হতে পারে না

গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান এমপি বলেছেন, জঙ্গিবাদের মাধ্যমে কখনও দেশের উন্নয়ন হতে পারে না। জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়া যায়, বোমা মেরে মানুষ হত্যা করা যায়, দেশের সম্পদ নষ্ট করা যায়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাই মিলে জঙ্গিবাদের উত্থান প্রতিহত করতে হবে।

শনিবার (১৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদ খনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে কুমার নদ পাড়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, বর্তমান সরকার নদ-নদী, খাল-বিল খনন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ তৈরিসহ দেশের ব্যাপক উন্নয়ন কাজ করছে।

এ বছরের উন্নয়নমূলক কাজের কারণে বিগত আট বছরে দেশের দারিদ্রের হার ৪০ শতাংশ কমেছে। ২০২১ সালের মধ্যে দারিদ্রের হার আমরা আট শতাংশে নামিয়ে আনতে সক্ষম হবো।  

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন-পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুল, মুকসুদপুর পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইনউদ্দিন প্রমুখ।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড মুকসুদপুর উপজেলার মরা কুমার নদের গোপালগঞ্জ অংশের বলুগ্রাম থেকে বনগ্রাম পর্যন্ত ২৮ কিলোমিটার খাল খনন করা হবে। এতে সরকারের ব্যয় হবে ২২ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।