ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উশ্যে প্রুকে গণসংহতির অভিনন্দন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উশ্যে প্রুকে গণসংহতির অভিনন্দন

ঢাকা: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উশ্যে প্রু মারমাকে অভিনন্দন জানিয়েছে গণসংহতি আন্দোলন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টায় এক বিবৃতিতে গণসংহতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালাম এক বিবৃতিতে অভিনন্দন জানান।
 
সোমবার (৬ মার্চ) অনুষ্ঠিত গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন উশ্যে প্রু মারমা।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যে প্রু মারমা এর আগে হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি এবং কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
পিআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।