ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিলেটে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
সিলেটে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু

সিলেট: সিলেটের ওসমানীনগরে নির্বাচনী সহিংসতায় সুহেল মিয়া (৩৫) নামে গুলিবিদ্ধ আরও একজন মারা গেছেন।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহত সুহেল উপজেলার কানুচর গ্রামের মাহমুদ মিয়ার ছেলে।

তিনি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর সমর্থক ছিলেন।  

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী বাংলানিউজকে বলেন, সহিংসতার ঘটনায় এখনও মামলা হয়নি। তবে এ ঘটনায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।  
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওসমানীনগরে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোর। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় সাদীপুর ইউনিয়ন পরিষদের বাংলাবাজার হাতানিপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরী (ঘোড়া মার্কা) ও নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এনইউ/আরআর/জেডএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।