ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

পাকুন্দিয়ায় ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
পাকুন্দিয়ায় ১৪৪ ধারা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঈদগাহসহ পৌর এলাকার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে একই সময় আওয়ামী লীগের দুটি পক্ষ সভা ডাকায় উপজেলা প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিকেল ৩টায় আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু উপজেলা আওয়‍ামী লীগের কর্মী সমাবেশ আয়োজন করেন।

কিন্তু উপজেলা আওয়ামী লীগের একই পদে থাকা মোতায়েম হোসেন স্বপন এ খবর শুনে একই স্থানে একই সময় প্রতিবাদ সমাবেশের ডাক দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবির উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।