ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

মানুষ পোড়ালে জনগণ সমর্থন দেয় না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
মানুষ পোড়ালে জনগণ সমর্থন দেয় না

বগুড়ার আদমদীঘি (সান্তাহার) থেকে: বিএনপির আন্দোলন-সংগ্রামের নামে পেট্রোল বোমা ও আগুনে মানুষ পোড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে মারলে জনগণ সমর্থন দেয় না। তাদের সেই আন্দোলন জনগণই প্রতিহত করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তিনি নাকি (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) সরকার উৎখাত না করে ঘরে ফিরবেন না।

তারপর আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওয়ের হুকুম করলেন। তার সাঙ্গ-পাঙ্গরা আগুন দিয়ে মানুষ পোড়াতে শুরু করলো। তারা মানুষের ওপর অত্যাচার করেছে। লুটপাট- অত্যাচারই তাদের কাজ। তারা মানুষকে পুড়িয়ে মেরেছে।

‘মানুষ পুড়িয়ে মারলে জনগণ সমর্থন দেয় না। তাদের সেই আন্দোলন জনগণই প্রতিহত করেছে। ভবিষ্যতেও এ ধরনের আন্দোলন জনগণ প্রতিহত করবে। ’

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই দেশের উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ছোঁয়া বগুড়ার সান্তাহারেও লেগেছে। তারই অংশ হিসেবে ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সুবিধার খাদ্যগুদাম উদ্বোধন হয়েছে এখানে।

বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী বাঙালি জাতির অধিকার আদায় ও স্বাধীনতা লাভে আত্মত্যাগকারী সূর্যসন্তানদের স্মরণ করেন। স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও।

এর আগে, সভা মঞ্চের পাশে ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারও আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন সান্তাহারে ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সুবিধার প্রথম খাদ্যগুদামের।

জনসভায় অতিথি হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমইউএম/এমবিএইচ/টিআই/এইচএ/

আরও পড়ুন
** আ’লীগ ক্ষমতায় আসার পর এ দেশে উন্নয়ন হয়েছে
** সান্তাহার স্টেডিয়ামের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী​
** প্রধানমন্ত্রীর জনসভাস্থল অভিমুখে জনস্রোত
** প্রধানমন্ত্রীর আগমনে ব্যানার-তোরণের সাজ সান্তাহারে
** বগুড়ার আরও ১৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

** সান্তাহারে সৌরবিদ্যুৎ সুবিধার খাদ্যগুদাম উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।