ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বর্তমান সরকারই হবে নির্বাচনকালীন সহায়ক সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বর্তমান সরকারই হবে নির্বাচনকালীন সহায়ক সরকার

ঢাকা: সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এজন্য নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের প্রয়োজন নেই। বর্তমান সরকারই নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের জন্য সহায়ক সরকার হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সংলাপের অপরিহার্যতা শীর্ষক ছায়া সংসদের বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী।

এফডিসির একটি ফ্লোরে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ বিতর্কের আয়োজন করা হয়।

তোফায়েল বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিএনপি বর্তমানে সংসদের বিরোধীদল নয়। কিন্তু তারা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছিল, ২০১৯ সালের নির্বাচনে তারা সে ভুল করবে না। তারা আগামী নির্বাচনে অংশ নেবে। এজন্য জাতীয় সংলাপের প্রয়োজন নেই।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আরএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।