ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

অগ্রহণযোগ্য কাউকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
অগ্রহণযোগ্য কাউকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না অগ্রহণযোগ্য কাউকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না

কুমিল্লা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, অগ্রহণযোগ্য কাউকে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা মহিলা কলেজ মাঠে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

এছাড়াও তিনি বলেন, ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করার জন্য জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হবে।

এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

চান্দিনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এমএ সবুর, চান্দিনার সংসদ সদস্য মো. আলী আশরাফ, জেলা উত্তর আওয়ামী লীগের সভাপতি আবদুল আওয়াল, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও পুলিশ সুপার মো. শাহ আবিদ
হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।