ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সুন্দরগঞ্জে উপ-নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
সুন্দরগঞ্জে উপ-নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা সুন্দরগঞ্জে উপ-নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

গাইবান্ধা: মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে নয় প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ের রিটানিং অফিসারের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির (জেপি) ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, জাসদের অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খাঁন, গণফ্রন্টের শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নওশের আলী, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন ও আব্দুল মজিদ বীর প্রতীক।

এদিকে, নির্বাচনে অংশগ্রহণের জন্য ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে কর্নেল ডা. আব্দুল কাদের খাঁন ও সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন মনোনয়পত্র জমা দেননি।

এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৪০ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৮৪১ জন। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১লা মার্চ ও নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ।

প্রসঙ্গত: ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।