ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘আ'লীগ সমর্থনকারী কোনো ব্যক্তি ইসিতে থাকবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
‘আ'লীগ সমর্থনকারী কোনো ব্যক্তি ইসিতে থাকবে না’ ঢাকা মহানগর নাট্যমঞ্চে ওবায়দুল কাদের, ছবি: শাকিল

ঢাকা: আওয়ামী লীগ সমর্থন করে এমন কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে (ইসি) থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, অতীতে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি যা করেছে আওয়ামী লীগ তা করবে না।

সরকারের ইচ্ছায় গঠিত ইসি খালেদা জিয়ার গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আপনার সঙ্গে সহমত পোষণ করে বলছি, আপনি যে আজিজ মার্কা ইসি গঠন করেছিলেন, সেই এম এ আজিজ বিএনপির সমর্থক ছিলেন। একে এম হাসানকে উপদেষ্টা করেছিলেন তিনি বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তাহলে আজকে নিরপেক্ষতার কথা বলছেন কেন। আপনি ঠিক বলেছেন, সরকারের ইচ্ছায় গঠিত ইসির বিষয়ে আপনার বক্তব্যের সঙ্গে আমি সহমত কারণ ইসি গঠন সরকারের কোনো ইচ্ছায় নেই।
 
তিনি বলেন, ইসি গঠনে শেখ হাসিনা যাদের নাম প্রস্তাব করবেন, সেখানে কোনো আওয়ামী লীগের সমর্থকের নাম থাকবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর রাষ্ট্রপতি ইসি গঠনে যে নাম নেবেন তাতেও বিএনপি বা আওয়ামী লীগের কারো নাম থাকবে না। যে কাজ বিএনপি করেছিলো আওয়ামী লীগ তা করবে না।

ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, শনিবার (২১ জানুয়ারি) ঢাকা কলেজে যে সংঘর্ষ হয়েছে এতে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নেত্রী দেশে ফিরে সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন জড়িতদের গ্রেফতার ও বহিষ্কার করতে। ইতিমধ্যে গ্রেফতার ও বহিষ্কার দুটোই করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগে আমাদের ঘর সাজাতে হবে। কোনো ধরণের অপকর্মে পার্টির নাম খারাপ হতে দিবো না। ইতিমধ্যে ৪-৫ জন সংসদ সদস্যকে পার্টি অফিসে ডেকে এনে সংশোধন হতে হুঁশিয়ারি করা হয়েছে। যারা খারাপ কাজ করছেন সংশোধন হয়ে যান।

২০০১-০৬ সালে বিএনপির শাসনামল স্মরণ করে দিয়ে তিনি বলেন, আমরা ভালোটা আশা করবো মন্দের জন্য প্রস্তুত থাকবো। আগামী নির্বাচন জিতে গেছি এমন মানসিকতা থাকলে তা আমাদের ডোবাবে। ২০০১ সালে ক’জন নেতা ঘরে থাকতে পেরেছিলেন? ২১ হাজার নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। এরপরে যারা আসবে তারা আরও ভয়ঙ্কর বুদ্ধি নিয়ে আসবে। নিজেদের অস্তিত্বের জন্য, দেশ ও গণতন্ত্রের জন্য শেখ হাসিনা সরকারকে আবার আনতে হবে।

এ সময় তিনি তৃণমূল নেতাকর্মী ও সংগঠনকে আওয়ামী লীগের প্রাণ বলে আখ্যা দেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী,  সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭, আপডেট ১৫৪২ ঘণ্টা  
এমসি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।