ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী জয়ী

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. এ বি এম জাফর উল্যাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালী: নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. এ বি এম জাফর উল্যাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

টেবিল ফ্যান প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৬৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ডা. এ কে এম জাফর উল্যাহ (চশমা প্রতীক) ২৪২ ভোট পেয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন বেসরকারিভাবে এ ফলাফলের বিষয়টি বাংলানিউজকে জানান।  

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একজন, আওয়ামী লীগের বিদ্রোহী দুইজন ও জাতীয় পার্টি (মঞ্জু) সমর্থিত একজন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।