ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিএনপি

হান্নান শাহ’র প্রথম জানাজা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
হান্নান শাহ’র প্রথম জানাজা অনুষ্ঠিত ছবি: রানা/বাংলানিউজ

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।  
 
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় মহাখালী ডিওএইচএস জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজায় উপস্থিত ছিলেন- বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক, বিএনপি নেতা নাজিমুদ্দিন ‍আলমসহ বিএনপি’র নেতা-কর্মী ও আত্মীয়-স্বজন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, তার মতো নেতা এ সময়ে খুব কম রয়েছে। দলের প্রয়োজনে তিনি সবসময় পাশে ছিলেন।
  
হান্নান শাহ’র দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বাদ জোহর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা। এরপর তার মরদেহ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে।  
 
সেখান থেকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে হান্নান শাহ’র মরদেহ নেওয়া হবে নিজ জেলা গাজীপুরে। সেখানে আরও দুই দফা জানাজা শেষে কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  
 
এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৬ টায় বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় হান্নান শাহ’র মরহদেহ।
  
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এজেড/এসএনএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।