ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বগুড়ায় তারেকের ছবি পোড়ানোর অভিযোগে মামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি পোড়ানো এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগে মতাসীন আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার বগুড়ার জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু।



বিচারক হাসানুজ্জামান সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)কে আগামী ৩০ সেপ্টেম্বর এ ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা একজোট হয়ে গত ১১ আগস্ট বিকাল ৫ টার দিকে শহরের সাতমাথা এলাকায় তারেক রহমানের ছবি পুড়িয়ে এবং তাকে গালিগালাজ করে তার সম্মান হানি করে।
 
আসামিরা হচ্ছেন- শিমুল হক রেহান, ফজলে রাব্বী মিথুন (২৭), টারজান (৩৫), মাছুম তালুকদার (২৮), মাশরাফী হিরু (২৬), রবিউল পাশা (২৮), শান্ত (৩১) রিপন (২৮), আদনান (২৭) ও আপেল (২৯)।
 
এরা সবাই মতাসীন দলের নেতা-কর্মী বলে জানিয়েছেন বাদি পিপলু।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।