ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ভারত ইস্যুতে বিএনপিও একই ভূমিকা পালন করতো: কাদের সিদ্দিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
ভারত ইস্যুতে বিএনপিও একই ভূমিকা পালন করতো: কাদের সিদ্দিকী

ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘ভারত ইস্যুতে আওয়ামী লীগ যে ভূমিকা পালন করছে বিএনপি ক্ষমতায় থাকলে ঠিক একই ভূমিকা পালন করতো। ’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে সিলেট বিভাগ উন্নয়ন ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত ‘পানি আগ্রাসন ও টিপাইমুখ বাঁধ: আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।



আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে কাদের সিদ্দিকী বলেন, ‘বড় দল কোনো দিনই দলীয় স্বার্থের বাইরে কিছু করবে না। দেশপ্রেমী মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনে সফল হলে তারা ভাগ নিতে আসবে। ’

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে টিপাইমুখ বাঁধ নিয়ে সরকার কোনো আলোচনা করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত আমাদের পরম বন্ধু ছিল বলে কোনো দিন শত্রু হবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। ’

সিলেট বিভাগ উন্নয়ন ছাত্র সংগ্রাম পরিষদ সভাপতি এহসানুল হক জসীমের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান, ভাষা সৈনিক আব্দুল মতিন, সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক টিপু বিশ্বাস প্রমুখ।

স্বাগত বক্তব্যে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, ‘প্রধান দুই রাজনৈতিক দলের দিকে তাকিয়ে না থেকে টিপাইমুখ বাঁধ বন্ধে সব রাজনৈতিক দল নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ’

শফিউল আলম প্রধান বলেন, ‘ভারতকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা ও বন্ধু ভাবা যায় না। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে বেরুবাড়ি দেওয়ার আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত তা দেয়নি। ’

টিপাইমুখ বাঁধ ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক তারেক শামসুর রেহমান বলেন, ‘টিপাইমুখ বাঁধ ইস্যুতে বড় দুই দল আওয়ামী লীগ-বিএনপির ভূমিকা স্পষ্ট নয়। আশা করি জাতির প্রয়োজনে টিপাইমুখ বাঁধকে বড় দুই দল ইস্যু করবে। ’

টিপাইমুখ ইস্যুতে সোচ্চার ভারতের পরিবেশবাদী নেতাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলারও আহ্বান জানান তারেক শামসুর রেহমান।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।