ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খুলনায় জামায়াত নেতাদের বিরুদ্ধে দায়ের মামলার অভিযোগ গঠন আবারও পিছিয়েছে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

খুলনা: যান চলাচলে বাধা ও জনমনে ত্রাস সৃষ্টিসহ পুলিশের বেতারযন্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে খুলনায় জামায়াতের ৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠন আবারও পিছিয়েছে।

বৃহস্পতিবার মহানগর দ্রুত বিচার আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আগামী ১৮ আগস্ট অভিযোগ গঠনের তারিখ পুনর্নির্ধারণ করেন।



আসামিপরে আইনজীবীরা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘আসামিদের জামিন শুনানির জন্য মামলার নথি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। এ কারণে এ মামলার অভিযোগ গঠনের দিন পুনরায় পেছানোর নির্দেশ দিয়েছেন আদালত। ’

এর আগে ৮ আগস্ট মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। একই কারণে আদালত ওইদিন ১২ আগস্ট অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেন।
 
গত ১২ জুলাই খুলনা থানার পরিদর্শক মো. মনিরুল ইসলাম আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মহানগর জামায়াতের আমিরসহ ৪৭ জনকে অভিযুক্ত করা হয়। মামলায় ৩৭ জনকে সাক্ষি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুন জামায়াতের ওই নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।