ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিএনপি

৩ মামলায় ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৯ নভেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
৩ মামলায় ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৯ নভেম্বর

ঢাকা: ২০১৩ সালের হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় দায়ের করা পৃথক তিনটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়েছে। ফখরুলের সময়ের আবেদনের প্রেক্ষিতে আগামী ৯ নভেম্বর শুনানির দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত।

এছাড়া অন্য দুই মামলায় আদালতে নিয়মিত হাজিরা দিয়েছেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে পাঁচ মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির হন মির্জা ফখরুল। মামলাগুলোর মধ্যে মধ্যে তিনটিতে অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন জানান তিনি। শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করে ৯ নভেম্বর নতুন দিন ধার্য করেন অতিরিক্ত সিএমএম আলমগীর কবির রাজের আদালত।
 
আদালতে শুনানি করেন মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহ।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এমআই/এএসআর/

** ৫ মামলায় হাজিরা দিতে আদালতে ফখরুল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।