[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আষাঢ় ১৪২৫, ১২ জুলাই ২০১৮

bangla news

৬ আগস্ট দেশব্যাপী ওয়ার্কার্স পার্টির জঙ্গিবিরোধী র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৮-০২ ৮:২৭:৪১ পিএম
ছবি: হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ৬ আগস্ট দেশব্যাপী জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ বিরোধী সমাবেশ ও র‌্যালি করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

ঢাকা: আগামী ৬ আগস্ট দেশব্যাপী জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ বিরোধী সমাবেশ ও র‌্যালি করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
 
মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন দলটির নেতারা।

এতে সভাপতিত্ব করেন বেসমাররিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশকে ঘিরে নানা চক্রান্ত করা অপশক্তিরা সাম্রাজ্যবাদী পরিকল্পনা ও জঙ্গিবাদের লাগাতার আক্রমণে পর্যুদস্ত করতে চেষ্টা করছে। তাদের এ খেলাকে পরাজিত করতেই হবে। বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রক্ষা করতে হবে।

বক্তারা এদেশের সব ধর্মের নাগরিকদের সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা বিধানের দাবি জানান।

জঙ্গিবাদী ভাবাদর্শকে পরাজিত করতে এখনই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিতের দাবিও জানান বক্তারা।

তারা বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে সব ধরনের আয় বৈষম্য দূরীকরণ, দুর্নীতি, লুটপাট, কালোবাজারি বন্ধসহ সর্বস্তরে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

এজন্য আগামী ৬ আগস্ট দেশব্যাপী জঙ্গিবাদ সাম্রাজ্যবাদ বিরোধী সমাবেশ ও র‌্যালির পাশাপাশি প্রায় দুই মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়।

এর আওতায় আগামী ২০-৩০ সেপ্টেম্বরের মধ্যে কৃষক, খেতমজুর, শ্রমিক, নারী, যুব, ছাত্র গণসংগঠনের উদ্যোগে সমাবেশ কনভেনশন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
জেপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa