ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

রাজশাহীতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
রাজশাহীতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড

রাজশাহী: অর্থ পাচার মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া সাজার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে।

বুধবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে মালোপাড়ায় মহানগর বিএনপি কার্যালয় কাবিল ম্যানশনের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চান তারা।

তবে, বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল ভুবন মোহন পার্কে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু সেখানেও বেরিকেড দেয় বোয়ালিয়া থানা পুলিশ। পরে রাস্তার উপর সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।  

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন খান জানান, পূর্ব অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করছিল মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ জন্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির পালনের ডাক দেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।