ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

দেশে আইএসের অস্তিত্ব নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মে ২৭, ২০১৬
দেশে আইএসের অস্তিত্ব নেই ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: বাংলাদেশে ইসলামিক স্টেটের (আইএস) কোনো সংগঠন নেই ও তাদের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
 
শুক্রবার (২৭ মে) সকালে কুষ্টিয়া পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


 
হানিফ বলেন, সরকারকে অস্থিতিশীল করার জন্য এসব গুপ্তহত্যা চালানো হচ্ছে। বিএনপি-জামায়াতের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন বিভিন্ন নাম দিয়ে হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে।

তিনি বলেন, কুষ্টিয়ায় গতরাতে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেটা নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক দ্বন্দ্ব ছিল। ‍এ সময় তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ সভাপতি হাজী রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।