ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিএনপি

সিংগাইরে জয়মন্টম ইউপিতে বিএনপির ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ৭, ২০১৬
সিংগাইরে জয়মন্টম ইউপিতে বিএনপির ভোট বর্জন

মানিকগঞ্জ: কেন্দ্র দখল, ভোট কারচুপি ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা  দিয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী।

শনিবার (০৭ মে) বিকেল ৩টায় ভোট বর্জনের কথা জানান তিনি।

মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের প্রার্থী শাহাদাত হোসেনের লোকজন চর দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানবানিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়দক্ষিণ কহিনুর উচ্চ বিদ্যালয়, পশ্চিম ভাকুম মাদ্রাসা ভোট কেন্দ্র দখল করে নিয়েছে।

এছাড়া তার এজন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।   প্রশাসনের কাছে অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি। তাই ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান বাংলানিউজকে জানান, বিএনপির প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad