ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিপিবির সমাবেশে বোমা হামলা

হুজি নেতা মাওলানা সাব্বির ফের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ৯, ২০১১

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা মামলায় হুজির নায়েবে আমীর মাওলানা আব্দুল হান্নান ওরফে সাব্বিরকে ফের পাঁচদিনের রিমাণ্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মৃণাল কান্তি সাহা তাকে ৫ দিন রিমান্ড শেষে আদালতে পাঠিয়ে ফের ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।



মহানগর হাকিম কেশব রায় চৌধুরী শুনানি শেষে ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

মাওলানা সাব্বির নিজেই তার মামলা শুনানি করেন।

শুনানিতে তিনি সিপিবির সমাবেশে বোমা হামলায় সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেন।

এ মামলায় ইতিপূর্বে হরকাতুল জিহাদ নেতা মাওলানা আবু তাহের, শেখ আব্দুস সালাম, আরিফ হাসান সুমন, মাওলানা ইদ্রিস আলী ও হাফেজ মাওলানা আব্দুল লতিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
প্রসঙ্গত, ২০০১ সালের ২১ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবির জনসভায় সন্ত্রাসীরা বোমা হামলা চালায়।

ওই হামলায় ৫ জন নিহত ও ৫০ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।