ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ওয়াজেদ মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনাসভা ও মিলাদ মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ৯, ২০১১
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনাসভা ও মিলাদ মাহফিল

ঢাকা: পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী আজ (৯ মে  সোমবার)।

এ উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।



সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মো আবু কাওসারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

১১টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টার দিকে অনুষ্ঠান শেষ হয়।

আলোচনা সভায় বাহাউদ্দিন নাছিম পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কর্মময় জীবনের নানা দিকের বর্ণনা তুলে ধরে বলেন, তিনি আমাদের দেশের মেধাবী খ্যাতিমান ব্যক্তি ছিলেন। সৎ জীবনযাপন করেছেন, ক্ষমতার অনেক কাছে থেকেও কোনোদিন ক্ষমতার মোহ দেখাননি। সারাজীবনই তিনি ছিলেন একচজন নিভীক মানুষের বিরল প্রতিমূর্তি।

আলোচনাসভা শেষে ড, ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাফফিল অনুিিষ্ঠত হয়।

বাংলাদেশ সময় : ১৪২০ ঘণ্টা, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।