ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

লন্ডনের উদ্দেশে ১৪ মে ঢাকা ছাড়ছেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, মে ৮, ২০১১
লন্ডনের উদ্দেশে ১৪ মে ঢাকা ছাড়ছেন খালেদা

ঢাকা: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী জানিয়েছেন, ১৪ মে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন খালেদা জিয়া।

সেখান থেকে যুক্তরাষ্ট্র হয়ে ২৯ মে  দেশে ফিরবেন তিনি।

শমসের মবিন জানান, ঢাকা ত্যাগের পর ২১ মে পর্যন্ত লন্ডনেই থাকবেন খালেদা জিয়া। সেখানে মূলত চিকিৎসাধীন বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সময় কাটাবেন তিনি।

২১ মে তিনি যাবেন যুক্তরাষ্ট্রে।   সেখান থেকে দেশের উদ্দেশে তিনি রওয়ানা হবেন ২৭ মে। ২৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

শমসের মবিন জানান, লন্ডন ও যুক্তরাষ্ট্র সফরকালে প্রবাসী বিএনপি নেতা ও সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

শমসের মবিন বলেন, ‘খালেদা জিয়ার সময়েই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়। তাই দেশ দু’টো সফরের সময়ে তিনি প্রবাসীদের সমস্যার কথা সেদেশের পদস্থ কর্মকর্তাদের জানাবেন। তার আগে প্রবাসীদের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যার কথা জানবেন তিনি। ’

শমসের মবিন আরো জানান, তিনি নিজে ছাড়াও শফিক রেহমান, ড. এম ওসমান ফারুক, আব্দুল আউয়াল মিন্টু, মারুফ কামাল খান সোহেল, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নুরুদ্দিন আহমেদ, মুশফিকুর ফজল আনসারী প্রমুখ খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মে ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।