ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সংবিধান সংশোধনে গণভোট নেওয়া হবে না: শেখ সেলিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ৮, ২০১১
সংবিধান সংশোধনে গণভোট নেওয়া হবে না: শেখ সেলিম

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন,  ‘সংবিধান সংশোধনে কমিশন গঠন বা গণভোটের প্রয়োজন নেই। তাই গণভোট নেওয়া হবে না।



‘খালেদা-নিজামী-আমিনী গোষ্ঠীর ধ্বংসাত্মক ও অপরাজনীতির প্রতিবাদে’ রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ সেলিম বলেন, ‘সংবিধান অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমেই সংবিধান সংশোধন করা হবে। ’

তিনি বলেন- ‘সংসদ সদস্যরাই আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করবে এটাই সংবিধানে বলা আছে। ’

এসময় অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক শাসককে ক্ষমতাচ্যুত করার পর মৃত্যুদ- দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।

এছাড়া সংবিধান সংশোধনে ‘মতামতের জন্য ড. কামাল হোসেনকে ডেকেছিলাম’ বলে জানিয়ে তিনি বলেন, ‘মতলববাজ কামাল হোসেন আমাদের কাছে বলেছেন- সব ঠিকঠাক আছে, কোন সমস্যা নেই। কিন্তু বাইরে গিয়ে বললেন- সংবিধান সংশোধনের জন্য কমিশন গঠন করতে হবে। ’

এর আগে বিরোধী দলের গণভোট ও সংবিধান সংশোধন কমিশন গঠনের দাবি নাকচ করে দিয়ে শেখ সেলিম বলেন, ‘সংসদ সদস্যরাই সংবিধান সংশোধন করতে পারবেন। সে অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিরোধী দলের দু’জনের থাকার কথা বলা হয়েছিলো। কিন্তু তারা আসেননি। এরপর সংবিধান সংশোধন বিষয়ে তাদের মতামত দেওয়ার জন্য চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিলো। তাও তারা আসেননি। ’

শেখ সেলিম বলেন, ‘এখনো সময় আছে। তারা কমিটিতে এসে জনগণের পক্ষের কোনো প্রস্তাব দিলে আমরা তা রাখবো। ’

তবে ৫ম সংশোধনী বাতিলের মাধ্যমে সামরিক শাসনকে অবৈধ করা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সেটা ফিরিয়ে আনতে বললে পারবো না। ’

তিনি বলেন, ‘জনগণের দেওয়া ক্ষমতা ও দায়িত্ব অনুযায়ী আওয়ামী লীগ সংবিধান সংশোধন করছে। ’

শেখ সেলিম বলেন, ‘আমরা এমনভাবে সংবিধান সংশোধন করছি, যাতে ভবিষ্যতে কোনো অবৈধ বা সামরিক জান্তা ক্ষমতায় আসতে না পারে। আর যদি ক্ষমতায় আসেও, ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের শাস্তি হবে। সেই শাস্তি হবে মৃত্যুদ-। ’

তিনি বলেন, ‘গণভোট বা কমিশন গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা তা করবোও না। আইন আনুযায়ী আমরা সংবিধান সংশোধন করছি। ’

তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের ক্ষমতা আমাদের আছে। জনগণ সে ক্ষমতা আমাদের দিয়েছে। আমরা নিজেদের স্বার্থে নয়, জনগণের জন্য ‘জনগণের সংবিধান’ বানাচ্ছি। ’
 
তিনি বলেন, ‘প্রকৃত অর্থেই জনগণ যেনো সকল ক্ষমতার মালিক হন, সে রকম সংবিধানই আমরা করবো। ’

শেখ সেলিম আরো বলেন- ‘বুদ্ধিজীবী ও সম্পাদকরা বিশেষ কমিটির সাথে বৈঠক করে প্রচার মাধ্যমকে বলেছেন, ‘তারা বিরোধীদলের সাথে মতৈক্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহবান জানিয়ে এসেছেন। অথচ এই কথা তারা কমিটিতে বলেননি। তারা বাইরে গিয়ে তা বলেছেন। ’

তিনি প্রশ্ন করেন, ‘জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদ যখন সামরিক অধ্যাদেশ জারি করে সংবিধান সংশোধন করেছিলেন তখন এই বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন?’

বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘জনগণ আমাদের ৫ বছরের জন্য দায়িত্ব দিয়েছে। ক্ষমতায় আসতে হলে ৫ বছর পরে প্রস্তুতি নিন। দেখেন জনগণ আপনাদের ক্ষমা করে কি না। ’

শেখ সেলিম বলেন, ‘জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবেন না। তবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করবেন না। ’

‘কিসের মধ্যবর্তী নির্বাচন’ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন হবে না। আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আন্দোলনে ভয় পাই না। আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ জানে কিভাবে আন্দোলন করতে হয়। ’

যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা সতর্ক থাকো। যে কোন ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। ’

‘৫ম সংশোধনী বাতিল হওয়ার পর খালেদা-নিজামীর মাথা খারাপ হয়ে গেছে’ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা সাম্প্রদায়িক রাজনীতি টিকিয়ে রাখার জন্য দেশে ভয়ভীতির পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। ’

তিনি বলেন, ‘এর আগে ১৪ বার সংবিধান সংশোধন হয়েছে। তখন তো সংসদ ভেঙ্গে দেওয়া হয়নি। তখন ব্যারিস্টার মওদুদরা এর সঙ্গে যুক্ত ছিলেন। এখন সংসদ ভেঙ্গে দিয়ে কিসের কমিশন গঠনের দাবি। ’

যুবলীগ দক্ষিণের সভাপতি মহিউদ্দিন আহমেদ মহির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা আজম, যুবলীগ নেতা মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, নুরুন্নবী চৌধুরী শাওন, ইসমাইল চৌধুরী সম্রাট, ফজলুল হক আতিক প্রমুখ।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে তারেক জিয়ার সম্পৃক্ততা বেরিয়ে এসেছে। এর বিচার আমরা বাংলার মাটিতেই করবো। ’

তিনি আরো বলেন, ‘দশ ট্রাক অস্ত্রের চোরাচালান থেকে নিজামীরা কেউই রেহাই পাবে না। বিচার আমরা করবোই করবো। ’

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।