ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে ৯ মে সমাবেশ করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ৭, ২০১১
নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে ৯ মে সমাবেশ করবে বিএনপি

ঢাকা: মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৯ মে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।

শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রস্ততি সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভাপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।



৯ মে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ সফল করতে ঢাকাসহ আশপাশের ৬ জেলার নেতাদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির ভাপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একদলীয়ভাবে সংবিধান সংশোধনের পাঁয়তাড়া চলছে। ’

সংবিধান সংশোধন প্রক্রিয়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ তাদের পুরাতন ঐতিহ্য অনুযায়ী জনগণের মৌলিক অধিকার হরণ করে একদলীয়ভাবে সংবিধান সংশোধন করার পাঁয়তারা করছে। ’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, অর্থ সম্পাদক আব্দুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ ।

পরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই স্থানে জাতীয়তাবাদী মহিলাদলের এক কর্মী সমাবেশেও বক্তব্য দেন।

সমাবেশে মহিলা দলের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে আরও উপিস্থত ছিলেন শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, হোসেন আরা চৌধুরী, ঝর্ণা খান, সুরাইয়া বেগম, নীলুফার ইয়াসমিন নীলূ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।