ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

স্থানীয় আ.লীগের সমাবেশ

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে তিন শতাধিক পুলিশ মোতায়েন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মে ৭, ২০১১

টাঙ্গাইল: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থানাসংলগ্ন মাঠে স্থানীয় আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সেতু এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় তিনশতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি সেতুর প্রবেশ পথ ও রেল স্টেশনে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।



যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও চিহ্নিত জঙ্গি স্থাপনা উচ্ছেদের দাবিতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ এ সমাবেশ আয়োজন করে।

এই সমাবেশ থেকে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করে পূর্বপাড় থানা পুলিশ।

ওই থানার আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিকেল তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সোয়া পাঁচটার দিকে সমাবেশ শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেতু এলাকার প্রবেশ পথ ও রেল স্টেশনে অভিযান অব্যাহত ছিলো।

তবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কারণে স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।