ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদার সঙ্গে হুদার সাক্ষাৎ, আন্দোলনে থাকার প্রতিশ্রুতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
খালেদার সঙ্গে হুদার সাক্ষাৎ, আন্দোলনে থাকার প্রতিশ্রুতি

ঢাকা: বহিষ্কারের পর বিএনপির প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়া ব্যারিস্টার নাজমূল হুদা মঙ্গলবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে দেখা করেন।

এসময় তার সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লা আমান ও দলের ভাইস চেয়ারম্যান এবং ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা উপস্থিত ছিলেন বলে অফিস সূত্রে জানা যায়।



অফিস সূত্র আরো জানায়, আগামী ৯ মে সরকারকে মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করতে বিএনপি যে কর্মসূচি দিয়েছে তা সফল করতে ঢাকা জেলার পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যারিস্টার নাজমূল হুদা।

এসময় নেতৃবৃন্দ দলের চেয়ারপারসনকে নাজমূল হুদার দলের ভাইস চেয়ারম্যানপদও ফিরিয়ে দেওয়ার আহবান জানান বলে সূত্র জানান।

রাত ১১টা থেকে পৌনে ১২ পর্যন্ত এই সভা চলে।

গত বছরের ২১ নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান নাজমুল হুদাকে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িতে থাকার অভিযোগে বহিষ্কার করা হয়। প্রায় চার মাস পর গত ১৯ মার্চ তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে বিএনপিতে ফিরিয়ে নেয়া হয়।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।