ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সংসদীয় সরকার ২০ বছরে কিছুই দিতে পারেনি: এরশাদ

কাজী এনামুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
সংসদীয় সরকার ২০ বছরে কিছুই দিতে পারেনি: এরশাদ

কুমিল্লা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সংসদীয় সরকার ২০ বছরে দেশে কিছুই দিতে পারেনি। রাষ্ট্রপতি শাসিত সরকার এদেশের ব্যাপক উন্নয়ন করেছে।

এখন দেশের ফসলি জমি নষ্ট করে বিদেশে মাটি বিক্রি শুরু হয়েছে। ’

তিনি বলেন, ‘আজ ইসলামের উপর আঘাত আসছে। ’

পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীকে সরিয়ে আনলে তা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার বিকেলে কুমিল্ল¬া উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘নারী নীতিমালা বাস্তবায়নের আগে আলেম-ওলামাদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। এদেশের মানুষ ধর্ম ভীরু। তারা কোরআন সুন্নাহর বাইরে নয়। ’

তিনি বলেন, ‘দেশের মাটিও আজ বিদেশে রপ্তানি করা হচ্ছে। সামান্য টাকার জন্য দেশের ফসলি জমি নষ্ট করে ভারতে ইট পাঠানো হচ্ছে। ’

ইট রপ্তানি বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান এরশাদ।

নারীনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার কোরআন-সুন্নাহর বিরোধেী কোনো আইন করবে না বলে প্রতিশ্রুতি দিলেও জনগণ তা বিশ্বাস করছে না। তাই আমিনীর কথাই তারা সত্য মনে করেন। ’

তিনি আরও বলেন, ‘অনেক আশা আকাক্সক্ষা নিয়ে মহাজোটে গিয়েছিলাম। মনে করেছি এদেশের মানুষ সুখে-শান্তিতে থাকবে। এখন দেশে বিদ্যুৎ নেই গ্যাস নেই। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ‘  

তার সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালে দেশের মানুষ শান্তিতে ছিল। দেশের উন্নয়ন হয়েছে। সেখানে গিয়েছি সেখানে স্কুল-কলেজ, মক্তব-মাদ্রাসা হয়েছে। ’

দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্ল¬া উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, জাপার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস.এম এম আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad