ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়া মানসিকভাবে অসুস্থ: শেখ সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

ঢাকা: বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে মানসিকভাবে অসুস্থ বলে দবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

মঙ্গলবার  রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে খালেদা-আমিনীর জঙ্গিবাদ  ও ধ্বংসাত্মক  রাজনীতির প্রতিবাদে যুবলীগ  আয়োজিত  বিভোক্ষ সমাবেশে তিনি এ কথা বলেন।



যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের  সাধারণ সম্পাদক  মীর্জা আজম এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক  মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন প্রমুখ।

সমাবেশ থেকে আগামী ২৩ এপ্রিল দেশের সকল জেলা শহরে ও ২৬ এপ্রিল প্রতিটি উপজেলা শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন। তাই তার  দোসর আমিনীকে  উস্কে দিয়েছেন। কিন্তু দেশের মানুষ শান্তি চায়। তারা এই অকারণের হরতাল, ষড়যন্ত্র বুঝে গেছে। খালেদাকে তারা হেমায়েতপুরের কনডেম সেলে পাঠিয়ে দেবে। ’

তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছেন- বর্তমান সরকার অবৈধ সরকার। তাহলে তিনি কিভাবে বিরোধী দলীয় নেত্রীর পরিচয় ব্যবহার করেন। সংসদ সদস্য পদ বাঁচাতে ঠিকই তিনি সংসদে ফিরে গেছেন। ’

তিনি আরো বলেন, ‘সুশীল সমাজের কথা যারা বলেন তারা আরো বড় ধান্ধাবাজ। এনজিওর নামে বিদেশ থেকে টাকা এনে তারা গরিবদের নিয়ে ব্যবসা করেন। ’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘যুবলীগ হালুয়া রুটির ভাগাভাগিতে ব্যস্ত নেই। যুবলীগ ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে দেবে না। প্রয়োজনে তারা রাজপথে খালেদা-আমিনীর অবৈধ কর্মকা- প্রতিরোধ করবে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।