ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আন্দোলন সংগ্রামে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালনের আহবান ফখরুলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
আন্দোলন সংগ্রামে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালনের আহবান ফখরুলের

ঢাকা : সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করতে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহিলা দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।



মঙ্গলবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় মহিলা দলের পক্ষ থেকে দেশনেত্রীকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সব ধরণের সহযোগীতা দেওয়ার আশ্বাস দেন।

এ সময় মির্জা ফখরুল মহিলা দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘আন্দোলন কর্মসূচিতে মহিলা দল সব সময়ই অগ্রণী ভূমিকা রেখে থাকে। তিনি ভবিষ্যতেও সব আন্দোলন সংগ্রামে তাদের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।