ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি

ঢাকা : মন্ত্রিসভার বৈঠকে তারেক-কোকোর মামলা পুনরুজ্জীবিত করা ও মামলা নিষ্পতি করার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে বিএনপি।

প্রতিবাদে আগামী ১৬ এপ্রিল ঢাকাসহ দেশব্যাপি বিক্ষোভ সমাবেশের ঘোষণাও দিয়েছে দলটি।

এছাড়া সরকারের বিভিন্ন ব্যর্থতার অভিযোগে ১৮ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ৭টি কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার দুপুরে দলের নয়া পল্টনের কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন সেক্টরে ব্যর্থতা ও অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে ১৮ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ৭টি কর্মসূচি পালন করা হবে। এর বাইরে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়ার প্রতিবাদে ১৬ এপ্রিল দেশব্যাপি ও ঢাকার মুক্তাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করা হবে। ’

ফখরুল বলেন, ‘সরকার শিক্ষানীতি ও নারীনীতি বাস্তবায়নের মাধ্যমে দেশকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ, পানির অভাবে মানুষ দিশেহারা। এর বিরুদ্ধে আন্দোলন কর্মসূচী দিলে সরকারের পেশীশক্তি ও পুলিশী বাধা দেওয়া হয়। এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলনের কোনো বিকল্প নেই। ’

মির্জা ফখরুল বলেন, ‘গত ৬ এপ্রিল দলের জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৮ এপ্রিল গ্যাস সংকট সমাধানের দাবিতে, ২৬ এপ্রিল দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে, ২৪ এপ্রিল বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে ঢাকাসহ সারাদেশের সব বিভাগ ও জেলা সদরে মিছিল সমাবেশ ও স্মারকলিপি পেশ করা হবে। ২ মে মহান মে দিবস ও শ্রমিক দলের কেন্দ্রীয় কাউন্সিলে বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ’

তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আগামী ৯ মে ঢাকাসহ সারাদেশে সব বিভাগ ও জেলা সদরে সমাবেশ মিছিল ও স্মারকলিপি দেওয়া হবে। ’

এর আগে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘গত ৬ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় আজকের যৌথসভা থেকে দলের চেয়ারপারসনকে অভিনন্দন জানানো হয়েছে। ’

তিনি বলেন, ‘আজকের যৌথ সভায় কেরানীগঞ্জে বিএনপির সম্মেলনে হামলা ও এ ঘটনায় ৫ হাজার নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। ’

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রশীদ হাবিবকে হত্যা করার উদ্দেশে গুলি করায় তীব্র নিন্দা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, রাজিয়া ফয়েজ, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, ফজলুর রহমান পটল, এএসএম আবদুল হালিম, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্মমহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।