ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চেয়েছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১
নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চেয়েছে বিএনপি

ঢাকা: নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চেয়েছে বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর মাদারটেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা এ গ্যারান্টি চান।



ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবুর রশীদ হাবিবের উপর গুলিবর্ষণের প্রতিবাদে সবুজবাগ-খিলগাঁও থানা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

ঢাকা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কমিশনার গোলাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া এমপি, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম প্রমুখ।  

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত দু’বছরে ৫শ’ বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। গতকাল (রোববার) আমিনীর ছেলেকে সাদা পোষাকধারীরা ধরে নিয়ে গেছে। এর আগে কমিশনার চৌধুরী আলমকে গুম করা হয়েছে। গত দুই বছরে এরকম অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। কেরানিগঞ্জে বিএনপির সম্মেলনে হামলা করা হয়েছে। সেখানে ৪ হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এসবের উদ্দেশ্য একদলীয় শাসন কায়েম করা। ’

তিনি বলেন, ‘আজই (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তারেক রহমানের নামে নতুন করে মামলা দিতে। ’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করতে হবে। আর মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ’

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘হাবিবের ওপর আক্রমণ শহীদ জিয়া ও খালেদা জিয়ার উপরই আক্রমণ। জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্যই এই আক্রমণ চালানো হয়েছে। ’

তিনি বলেন, ‘খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমানের নামে নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য ষড়যন্ত্র চলছে। তার বিরুদ্ধে আরো মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। ’

ড. মোশাররফ বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তর রিপোর্ট দিয়েছে, দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিনা বিচারে হত্যাকা- চলছে। ’  

স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সাত দিন হয়ে গেছে হাবিবকে গুলি করা হয়েছে। এখনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা জানতে পেরেছি আসামিদের পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যতই পাহারা দেওয়া হোক, বিএনপি কর্মীরা কোনো চক্রান্তই সফল হতে দেবে না। ’

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।