ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকারের নির্যাতন গোয়ান্তানামো কারাগারের নির্যাতনকেও হার মানিয়েছে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১
সরকারের নির্যাতন গোয়ান্তানামো কারাগারের নির্যাতনকেও হার মানিয়েছে: মির্জা ফখরুল

ঢাকা: সরকারের নির্যাতন আলোচিত গোয়ান্তানামো কারাগারের নির্যাতনকেও হার মানিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।



কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে ঢাকাস্থ গোপালপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এ সমাবেশের আয়োজন করে।

ফখরুল ইসলাম বলেন, অতীত ঐতিহ্য অনুযায়ী বর্তমান সরকার গত আড়াই বছরে নিপীড়ন নির্যাতন ছাড়া আর কিছু দিতে পারেনি। সরকারের নির্যাতন গোয়ান্তানামো কারাগারসহ পৃথিবীর যেকোনো নির্যাতনকে হার মানিয়েছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, এখন আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার আপনাদর নেই। আপনাদের উচিত হবে জনরোষের মুখে পড়ার আগে মধ্যবর্তী নির্বাচন দিয়ে কেটে পড়া। আগ্নেয়গিরির লাভা বের হওয়ার আগেই আপনারা কেটে পড়–ন, জনগণকে সরকার গঠনের সুযোগ দিন। ’

ফোরাম সভাপতি খোরশেদুজ্জামান মন্টুর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু,  যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক  নাজিম উদ্দীন আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad