ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আওয়ামী লীগের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা হত্যার ইতিহাস: মোশাররফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১
আওয়ামী লীগের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা হত্যার ইতিহাস: মোশাররফ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার ইতিহাস নয়। মুক্তিযুদ্ধের চেতনা হত্যা করার ইতিহাস।



সোমববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল অর্থনৈতিক মুক্তি। আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার ইতিহাস। ’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। অর্থনীতিকে সমৃদ্ধশালী করে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে খ্যাত বাংলাদেশকে ‘ইমার্জিং টাইগার’ এ পরিণত করেছিলেন। ’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। তাই সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে পদত্যাগে বাধ্য করে মধ্যবর্তী নির্বাচন আদায় করতে হবে। ’

শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আরও বক্তৃতা  করেন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।