ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কার্ড দেখানো বাদ দিয়ে সংসদে আসার আহবান ওবায়দুল কাদেরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
কার্ড দেখানো বাদ দিয়ে সংসদে আসার আহবান ওবায়দুল কাদেরের

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের প্রধান বিরোধী দল বিএনপিকে কার্ড দেখানো বাদ দিয়ে সংসদে এসে কথা বলার আহবান জানিয়েছেন।

পাশাপাশি যাদের কারণে পৌর নির্বাচনে দলের এই ভরাডুবি তাদেরকে শাস্তি দিতে দলীয় সভানেত্রীর প্রতি আহবান জানিয়েছেন।



বৃহস্পতিবার শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা লাল কার্ড দেখানোর কে? লাল কার্ড দেখাতে পারে শুধু জনগণ। কার্ড দেখানো বাদ দিয়ে যাদের কারণে এত ভোট পেয়েছেন তাদের পক্ষে কথা বলতে সংসদে আসুন। ’

বিরোধীদলীয় যেসব নেতারা লাল ও হলুদ কার্ড নিয়ে কথা বলছে তাদের উদ্দেশে করে তিনি বলেন, ‘সাকার ভাষায় বিএনপি এখন নোয়াখালী সমিতি। তাদের সেই বৃহত্তর নোয়াখালী সমিতিতে আমরা পেয়েছি ৮টি ও তারা পেয়েছে মাত্র ২টি আসন। এ থেকেও বোঝা যায় জনগণ কাকে হলুদ কার্ড দেখিয়েছে। ’

তিনি আরও বলেন, ‘পৌর নির্বাচনে আমরা আশানুরূপ ভাল করিনি, আপনারা করেছেন। এজন্য যেসব জায়গায় গোলযোগ হয়েছে সেখানে হরতাল দেবেন জনগণ তা মেনে নেবে না। আপনাদের ক্রমাগত সহিংসতাপূর্ণ আচরণের জন্য জনগণই আপনাদের লাল কার্ড দেখাবে। ’

যেসব নেতা পৌর নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, পৌর নির্বাচনে যারা দলের বিপক্ষে কাজ করেছে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানো হবে। প্রয়োজনে বহিষ্কার করা হবে। ’

তিনি আরও বলেন, ‘ভুল ত্রুটি থেকে শিক্ষা নিতে লজ্জা নেই। এই নির্বাচনের ভুল ত্রুটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের হাতে তিন বছর সময় আছে। এর মধ্যে জনগণের ভালবাসা যতটুকু হারিয়েছি তা পুনরুদ্ধার করতে হবে। ’

শেয়ার বাজারের আন্দোলনকে ৬৯’ এর আন্দোলনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ শেয়ার বাজারের এই হঠকারিতার সঙ্গে একটা দুষ্ট চক্র জড়িত। তারা পরিকল্পিত ভাবে শেয়ারবাজারে বিশৃঙ্খলা ঘটাচ্ছে।   এদেরকে চিহ্নিত করতে হবে। ’

সংগঠনের চেয়ারম্যান মুসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল মান্নান, যুগ্ন সাংগঠনিক সম্পাদক এমএ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।