ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

লাল কার্ড দেখার জন্য প্রস্তুত থাকুন : সরকারকে মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
লাল কার্ড দেখার জন্য প্রস্তুত থাকুন : সরকারকে মোশাররফ

ঢাকা : লাল কার্ড দেখার জন্য সরকারকে প্রস্তুত থাকতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘জনগণ পৌর নির্বাচনের মাধ্যমে হলুদ কার্ড দেখিয়েছে।

এখন লালকার্ড দেখার জন্য প্রস্তুত থাকুন। ’

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সর্বশেষ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সন উপস্থিত থাকলেও তিনি বক্তব্য রাখেননি। পুরো অনুষ্ঠানে খালেদা জিয়া দর্শক সারিতে বসে আলোচনা শোনেন।
 
ড. মোশাররফ বলেন, ‘যখনই জনগণ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তখনই বিএনপিকে ভোট দিয়েছে। ’
 
তিনি বলেন, ‘জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি এখনও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাই বলা যায়, জিয়া রাজনীতিবিদ হিসেবেও সফল ছিলেন। ’
 
বিমানবন্দর থেকে জিয়ার নাম মুছে মানুষের মন থেকে তাকে সরিয়ে দেওয়া যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে জিয়ার সময় থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু যতই ষড়যন্ত্র করুক, জিয়ার প্রতিষ্ঠিত দলকে কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না। ’  

তিনি বলেন, ‘পৌর নির্বাচনে সরকারি দলীয় এমপি-মন্ত্রীরা স্থানীয় প্রশাসনকে চাপ সৃষ্টি করেছে। নেতাদের নামে মামলা দিয়েছে। ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে। তারপরও জনগণ আমাদের প্রার্থীদের ভোট দিয়েছে। আমরা দেশের সব জনগণকে ভোট দেওয়ার জন্য অভিনন্দন জানাই। ’

ড. মোশাররফ বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। জনগণ পৌর নির্বাচনে একটু সুযোগ পেয়ে তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি আগামী দিনে রেড কার্ড দেখার জন্য সরকারকে প্রস্তুত থাকতে বলছি। ’

তিনি বলেন, ‘যেহেতু বেগম জিয়া ও বিএনপিকে তারা ভয় পায়, সে জন্যই নানা অপপ্রচার করছে। ’

তিনি আগামী দিনে দেশনেত্রীর নেতৃত্বে আন্দোলন করে এই জালেম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য দেশের মানুষের প্রতি আহবান জানান।

মির্জা আব্বাস বলেন, ‘সকল কিছুর উর্ধ্বে উঠে দেশকে ভালোবেসে জনগণের হৃদয়ে পৌঁছেছিলেন, তাকে এবং তার পরিবার ও দলকে দেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র কখনো সফল হবে না। ’
 
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মির্জা আব্বাস, ঢাবির সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ, জাতীয় প্রেস কাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, কবি আবদুল হাই সিকদার, কবি আল মুজাহিদী, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।
 
বাংলাদেশ সময় : ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।