ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী

জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন খালেদা

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বুধবার বেলা ১১ টা ১০ মিনিটে তিনি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন।



এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার, ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ, মির্জা আব্বাস, ড. আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ডা এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, রুহুল কবীর রিজবী প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে জিসাস আয়োজিত স্বেচ্ছা রক্ষাদান কর্মসূচি উদ্ধোধন করেন বেগম খালেদা জিয়া।

এর আগে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডক্টর্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশ (ড্যাব), জাতীয়তাবাদী তাঁতী দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।