ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ছয় বিদ্রোহীকে বহিষ্কার করেছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও জামালপুর জেলার ছয় বিএনপি নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

রোববার দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  রোববার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন- ময়মনসিংহ উত্তরের আহবায়ক কমিটির সদস্য খায়রুদ্দিন রতন, গৌরীপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ফারুক, একই উপজেলার সাবেক সভাপতি আব্দুল খালেক মুন্সি, কিশোরগঞ্জ জেলার যুবদলের সাবেক আহবায়ক মাজাহারুল আলম, ময়মনসিংহের ফুলপুর জেলা কমিটির সদস্য রফিকুল হাসান সোহেল ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সদস্য রেজাউল করিম ঢালী।

এসব নেতাকে গঠনতন্ত্রের ৫/গ অনুযাযী বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।