ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পৌর নির্বাচন

কালকিনিতে নির্বাচনী প্রচারণায় টাকা লেনদেনের সময় আটক ১

এম.আর.মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

মাদারীপুর: মাদারীপুর কালকিনিতে নির্বাচনী প্রচারণা চালানোকালে ভোটারদের মধ্যে টাকা বিলি করার সময় এমারত হোসেন নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

রোববার বিকেলে পৌর এলাকার পালপাড়া থেকে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে।

এ সময় তার কাছ থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বাংলানিউজকে জানান, ‘বিকেলে পালপাড়ায় ভোটারদের মধ্যে নগদ অর্থ লেনদেনের সময় এমারত হোসেনকে জনতা হাতেনাতে ধরে থানা পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি মো. মশিউর জানান, ‘এমারত হোসেন কালকিনি পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এনায়েত হোসেনের ভাই। তাকে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।