ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

তারেক ফিরলে গতিশীল হবে বিএনপি

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
তারেক ফিরলে গতিশীল হবে বিএনপি

ঢাকা: সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে বিএনপির নেতা-কর্মীরা আরো চাঙ্গা হয়ে উঠবেন। গতিশীল হবে  বিএনপিও।

এ ধারণা দলটির সর্বস্তরের নেতাকর্মীর।

তাদের ধারণা, আওয়ামী লীগ সরকারের দু’বছরে দলীয় কোন্দল অনেকটা কাটিয়ে উঠেছে প্রধান বিরোধী দল বিএনপি। এ জন্যই দলকে মাঠ পর্যায়ে আরো গতিশীল করতে এই মুহূর্তে দরকার গ্রহণযোগ্য যুব নেতা। আর সেই যুব নেতাই হচ্ছেন তারেক রহমান। দেশে ফিরে এই নেতা জেলাগুলোতে সফর করলে মাঠপর্যায়ের নেতাকর্মীরা আরো উজ্জীবিত হয়ে উঠবেন।

দলটির  নেতাকর্মী ও বিশিষ্টজনরা মনে করছেন- ওয়ান-ইলেভেনের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুর্নীতির দুর্নাম কুড়োনো তারেকের ইমেজ এখন অনেকটাই ‘কিন’ হয়ে এসেছে। এক বছর আগের চিত্র এখন আর নেই। তারেক রহমানের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি এবং আস্থা ও ভালবাসা বৃদ্ধি পেয়েছে অনেক।

কেউ কেউ মনে করছেন, ওই সময় বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেই মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। এ অপপ্রচার ওই সময়ে সাধারণ মানুষের মুখে মুখে উঠে গেলেও আস্তে আস্তে মানুষ তা ভুলতে বসেছে।

আবার অনেকে মনে করছেন, ওয়ান-ইলেভেন পরবর্তী অপপ্রচার নেহায়েতই ছিলো সেনাবাহিনীর ক্ষমতা দখলের হাতিয়ার। তাদের ইচ্ছা ছিলো জিয়া ও মুজিব পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। কিন্তু সেটা যখন সম্ভব হয়নি, তখন শত দুর্নাম দিয়েও তারেককে আর বসিয়ে দেওয়া সম্ভব হবে না। তিনি দেশে ফিরলে রাজনৈতিক প্রতিপক্ষ হয়তো আবারো তার নামে অপপ্রচার চালাবে। তবে তা থেকে আর ফায়দা তুলতে পারবে না। বরং তারেক ফিরে এলে বিএনপির রাজনীতি আরো গতিশীল হয়ে উঠবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘তারেক রহমান দেশে ফিরলে দলের জন্য আরো ভালো হবে। দল আরো শক্তিশালী হবে। তরুণ প্রজন্মের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হবে। ’

তিনি বলেন, ‘তারেক রহমান এখনও পুরোপুরি সুস্থ নন। তার চিকিৎসা চলছে। সুস্থ হলেই তিনি দেশে ফিরবেন। আমরা আশা করি, তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন ও দেশে ফিরতে পারবেন। ’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলানিউজকে বলেন, ‘তারেক রহমান এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওয়ান-ইলেভেনের সরকার তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অপপ্রচার ও তার ওপর নির্যাতন চালিয়েছে। তিনি এখনও অসুস্থ। আমরা আশা করি, খুব শিঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। ’

তিনি বলেন, ‘সুস্থ হলেই তারেক রহমান দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলে আমাদের শক্তি আরো বৃদ্ধি পাবে। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। এই ভয়ে সরকার তার বিরুদ্ধে আরো মিথ্যা মামলা দেওয়ার চক্রান্ত করছে। ’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বাংলানিউজকে বলেন, ‘তারেক রহমান এ প্রজন্মে অহংকার। তিনি দেশে ফিরলেই বিএনপির জনস্রোতে স্বৈরাচার জুলুমবাজ ও অগণতান্ত্রিক সরকারের পতন ঘটবে। ’
 
তিনি বলেন, ‘তার জনপ্রিয়তায় অনেকেই কষ্ট পাচ্ছেন। আর এ কারণে তার বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল। ’
 
তিনি আরো বলেন, ‘তারেক রহমান সুস্থ হলেই দেশে ফিরবেন। এদেশের জনগণ তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে দেখতে চায়। ’

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্র নেতা এবিএম মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, ‘তারেক রহমান এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে একটি দল তার বিরুদ্ধে অপপ্রচার করছে। ’
 
তিনি বলেন, ‘তারেক রহমান এখনও অসুস্থ। সুস্থ হলেই তিনি দেশে ফিরবেন। বাংলাদেশের মানুষ তার  ফেরার অপেক্ষায়  দিন গুনছে। ’

বাংলাদেশ সময়: ৮০০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।