ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ভোলায় শিগগির ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হচ্ছে: তোফায়েল

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
ভোলায় শিগগির ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হচ্ছে: তোফায়েল

ভোলা: শিগগিরই ভোলাতে ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি।

শনিবার বিকেলে ভোলা পৌরসভার নব নির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনিরের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা জানান।



তোফায়েল বলেন, ‘বিদ্যুৎ-সমস্যা দূর হলে ভোলার উন্নয়ন হবে। এছাড়া নদীভাঙ্গন ঠেকাতে ১৬৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভোলার মানুষ রক্ষা পাবে নদী ভাঙ্গনের হাত থেকে। ’
 
তিনি আরো বলেন, ‘ভোলার মানুষের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ পাওয়ার মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে। ভোলা পৌরসভার উন্নয়নের জন্য এরই মধ্যে ২৫ কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে। ’

নব নির্বাচিত মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘পৌরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি জীবন দিয়ে হলেও রক্ষা করব। ’

ভোলা শহরের বাংলাস্কুল মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় আ.লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ মোফাজ্জল হোসেন শাহিন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।