ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

১০ টাকা কেজি চাল খাওয়ান, সব অপরাধ ক্ষমা করে দেব : প্রধানমন্ত্রীকে মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

ঢাকা: ‘নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে ‘১০ টাকা কেজি চাল’ খাওয়াবেন প্রতিশ্রুতিটি রাখেন, তাহলে সব অপরাধ ক্ষমা করে দেব। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এ কথা বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।



শনিবার বিকেলে জাতীয় প্রেস কাবে নাগরিক ফোরাম আয়োজিত ‘মহাজোট সরকারের দুই বছর: জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মহাজোট সরকার এক কথায় মহাব্যর্থতার পরিচয় দিয়েছে। নিম্ন থেকে উচ্চ সব শ্রেণীর মানুষের কাছে এটি স্পষ্ট। ’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সাধারণ মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান করতে পারছেন না। ভরা মৌসুমে মোটা চাল যদি ৩৮ টাকা কেজি হয়, তাহলে অন্য সময়ে কী হবে। ’

তিনি দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, ‘তাদের নিজ দলের নেতা খুন হওয়ায় এবং নিজ দলের এমপিদের বাসায় ডাকাতি হওয়ায় তারা স্বীকার করেছে ঢাকা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ’


তিনি টিআইবির প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, ‘টিআইবি তাদের রিপোর্টে বলেছে, বিচার বিভাগ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। তাই বলে আপনারা তাদের বিরুদ্ধে মামলা দেবেন, ওয়ারেন্ট ইস্যু করবেন, এটা ঠিক নয়। ’

বর্তমান সরকারের কাছ থেকে আমরা প্রতিহিংসার রাজনীতি শিখেছি উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ টেন্ডারবাজি চাঁদাবাজি করছে। তারা দেখিয়েছে ক্ষমতায় থাকলে সবকিছু করা যায়। সরকারি দলের কারো বিরুদ্ধে কোনো মামলা নেওয়া যাবে না। ’

নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লা হিল মাসুদের সভাপতিত্বে আরও বক্তব্যে রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, নাগরিক ফোরামের সহ-সভাপতি মো. জসীম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।