ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঢাকা-সিলেটের পৌর নির্বাচন প্রভাবিত করা হতে পারে: মোশাররফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
ঢাকা-সিলেটের পৌর নির্বাচন প্রভাবিত করা হতে পারে: মোশাররফ

ঢাকা: ঢাকা ও সিলেট বিভাগের পৌর নির্বাচন প্রভাবিত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

একই সঙ্গে নির্বাচন প্রভাবিত করা হলে বিএনপি তার জবাব দেবে বলেও সরকারকে হুঁশিয়ার করেন তিনি।

গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কট, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এ আলোচনা সভা আয়োজন করে।

ড. মোশাররফ বলেন, ‘রংপুর ও রাজশাহীতে নির্বাচনে হেরে যাওয়ায় তারা (আ.লীগ) পরের দিন খুলনা ও বরিশাল বিভাগের নির্বাচনে ব্যাপক হানাহানি ও নির্যাতনের ঘটনা ঘটায়। এজন্য বাধ্য হয়েই বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এজন্য আমরা খুলনা ও বরিশালে পরাজিত হয়েছি। ’

তিনি বলেন, ‘ঢাকা ও সিলেট বিভাগের পৌর নির্বাচনের ফলও আওয়ামী লীগ নিজেদের পক্ষে নিতে স্থানীয় প্রশাসন দিয়ে নির্বাচনকে প্রভাবিত করবে হবে আমরা আশঙ্কা করছি। প্রতিনিধিদের মাধ্যমে আমরা এসব খবর পাচ্ছি। ’

বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণকে ভুল তথ্যের সমাহার ও ধুম্রজাল বলে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেছেন- জনগণের স্মরণ শক্তি কম। যেমন তেমন একটা ভাষণ দিলেই চলবে। কিন্তু বাস্তবে তা হয়নি। জনগণ প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করেছে। ’

এ সময় তিনি বিএনপি ও আওয়ামী লীগ সরকারের সময়ের দ্রব্যমূল্যের তুলনামূলক তারতম্য, বিদ্যুৎ-গ্যাস সঙ্কট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন।

পিপিপি সভাপতি শেখ শওকত হোসেন নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এনপিপির প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান খান দুদু, মোস্তাফিজুর রহমান, শওকত হোসেন বাদল, মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

এদিকে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশেও পৌর নির্বাচনের ফলাফল নিয়ে প্রায় একই ধরনের বক্তব্য দেন মোশাররফ। সেখানে তিনি বলেন,  ‘রংপুর ও রাজশাহী বিভাগের পৌর নির্বাচনে পরাজিত হয়ে রবিশাল ও খুলনার পৌর নির্বাচনে বিএনপি এজেন্টদের বের করে দিয়ে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। ’

ঢাকা ও চট্রগ্রামের পৌর নির্বাচনে প্রভাব বিস্তার করা হলে খালেদা জিয়ার নেতৃত্বে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিএনপি নেতা ও ঢাকা সিটির ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের নিখোঁজের ২০০ দিন উপলক্ষ্যে আয়োজিত ওই সভার সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

খন্দকার মোশাররফ স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মারা যাওয়ার পর পুলিশকে শাসন করা হয়েছে। কিন্তু চৌধুরী আলম নিখোঁজ হওয়ার পর সরকার কি পদক্ষেপ নিয়েছে। ’

তিনি বলেন, ‘সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে ঝুলিয়ে রাখা হলেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এ সরকার ভারতের সঙ্গে চুক্তি করে দেশের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।