ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পৌর নির্বাচনের ফল মহাজোটের জন্য শুভ নয়: এরশাদ

আসাদ জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
পৌর নির্বাচনের ফল মহাজোটের জন্য শুভ নয়: এরশাদ

মানিকগঞ্জ: পৌর নির্বাচনের ফল মহাজোটের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার দুপুরে মানিকগঞ্জের বিজয়মেলা মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



এরশাদ বলেন, ‘স্থানীয় নির্বাচন কোনো দলের জনপ্রিয়তা যাচাইয়ের মাপকাঠি  না হলেও এ নির্বাচনের ফল মহাজোটের জন্য মোটেই শুভ নয়। ’

তিনি বলেন, ‘মহাজোটে আস্থা ও বিশ্বাসের অভাবে প্রতিটি এলাকায় বিদ্রোহী প্রার্থী ছিল। আর এ কারণেই মহাজোট পৌরসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি। মহাজোটের মধ্যে যে অনক্য সৃষ্টি হয়েছে তা দূর করতে হবে। ’

পৌর নির্বাচনে মহাজোটের পরাজয়ে ভাল দিকও আছে মন্তব্য করে তিনি বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে, বর্তমান সরকারের আমলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে। ভোটাররাও তাদের পছন্দের লোককে ভোট দিতে পারছে।

আওয়ামী লীগকে মহাজোটগত দেশপরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন ‘মহাজোট কেবল নির্বাচনী জোট নয়, দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই মহাজোট। ’

মহাজোটে জাপাকে মূল্যায়নের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির দুর্দিনে ১৯৯১ সালে ৫৪ হাজার ও ১৯৯৬ সালে ৬৪ হাজার ভোট পাওয়ার পরও এবারের উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন মহাজোটকে ছেড়ে দিয়েছি। আমরা আশা করবো মহাজোট আমাদের জন্য হবিগঞ্জ-৩ আসন ছেড়ে দেবে। ’

আওয়ামী লীগকে অতীত স্মরণ করিয়ে দিয়ে এরশাদ বলেন, ‘মানিকগঞ্জ ছিল বিএনপির ঘাটি। ১৯৭৩ সালের পর মানিকগঞ্জে আওয়ামী লীগ কোনো আসন পায়নি। মহাজোট গঠনের পর ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী এস এম এ মান্নান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ’

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত জরিপের উদ্ধৃতিতে দিয়ে এরশাদ বলেন, ‘গত এক বছরে জাতীয় পার্টির জনপ্রিয়তা বেড়ে দ্বিগুণ হয়েছে। আগামী এক বছরে জাতীয় পার্টির জনপ্রিয়তা আরও বাড়বে। সুতরাং জাতীয় পার্টিকে খাটো করে দেখার কোনো উপায় নেই। ’

রাজনীতিতে জাতীয় পার্টির আবির্ভাব দেশের কল্যাণ বয়ে এনেছিল দাবি করে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির শাসন আমলে দেশের কোথাও গ্রেনেড হামলা হয়নি, মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি জঙ্গিবাদ। মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে। কিন্তু আজ মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। ’
    
ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত বাঙালি জাতীয়তাবাদী শক্তিকে আবার ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান হুসেইন মুহম্মদ এরশাদ।

মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এস এম এ মান্নান এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, নূরে হাসনা লিলি চৌধুরী এমপি, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।