ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘আ’লীগে প্রবীণ নেতা-কর্মীদের মূল্যায়ন না করলে বিপর্যয় ঘটবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
‘আ’লীগে প্রবীণ নেতা-কর্মীদের মূল্যায়ন না করলে বিপর্যয় ঘটবে’

ঢাকা: আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় পৌর নির্বাচনে আওয়ামী লীগের ব্যর্থতার কারণ হিসেবে প্রবীণ নেতা-কর্মীদের মূল্যায়ন না করাকেই দায়ী করেছেন।

শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।



সতীশ চন্দ্র রায় বলেন, এই পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ভালো কেন করতে পারলো না তা খতিয়ে দেখতে হবে।

তিনি দলের সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, বয়স্ক নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ভাবতে হবে আওয়ামী লীগ জনগণের দল। জনগণের সাথে সম্পর্ক ও সম্পৃক্ততা না থাকলে এগিয়ে যাওয়া যাবে না।

জনগণ ও দলের বয়স্ক নেতাকর্মীদের মূল্যায়ন করেই এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘তা না হলে বিপর্যয় ঘটবে। ’

তিনি এমপিদের উদ্দেশে আরও বলেন, ‘আপনারা নিজের এলাকায় দলের নেতাকর্মীদের তিন ভাগ করে ফেলেছেন। এক ভাগ ছাত্রলীগ, এক ভাগ যুবলীগ আর অন্যদের আর এক ভাগে ফেলেছেন। বয়স্ক নেতা-কর্মীদেও কোনো মূল্যায়ন নেই। ’

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আমরা ক্ষমতায় আছি আর আমাদের দলের লোক খুন হচ্ছে। স্বরাষ্টমন্ত্রী ভালো লোক কিন্তু শুধু ভালো থাকলেই হবে না মানুষকে ভালোবাসতে হবে, আবার শাসনও করতে হবে। খুন হত্যা সন্ত্রাসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এমন কিছু করা যাবে না যাতে আমাদের দলের ক্ষতি হয়। ’

আলোচনাসভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো নাসিম বলেন, ‘আমাদের দেশের বিরাট জনসংখ্যা কিন্তু ছোট্ট দেশ। এই দেশের সব সময় আইন-শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো কঠোর হতে হবে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে থাকা এজেন্টরাও নানা রকম সমস্যা সৃষ্টির চেষ্ট করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীতে ঢুকে পড়ছে। তারা চায় একাত্তরের পরাজিতদের বিচার না হোক। পচাত্তরের ঘাতকরা আবার ফিরে আসুক। ’

নাসিম আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে হবে আইন-শৃঙ্খলা ভালো করতে না পারলে বাড়ি ফিরে যাও। যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ‘পৌর নির্বাচনে প্রথম দিন বিএনপি (বেশি আসনে) জয় পাওয়ার পর বলল নির্বাচন সুষ্ঠু হয়েছে।   আবার দ্বিতীয় দিন আওয়ামী লীগ বেশি আসন পাবার পর বলল, নির্বাচনে কারচুপি হয়েছে। ’

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে  নাসিম আরও বলেন, ‘ আপনারা যে কয়টি আসনে জিতেছেন তাতে যে লাভবান হয়েছেন ৫০টি হরতাল করেও ততোটা লাভবান হতে পারতেন না। গণতন্ত্রের পথে আসুন, লাভবান হবেন ’

হেমায়েত উদ্দিন বীরবিক্রমের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তৃতা করেন ইসরাফিল আলম এমপি, আবদুল হক সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময় ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।