ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ

ঢাকা: ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্ট স্যুটে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।



এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ পর্ব শেষে বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান, সার্ক এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় ভুটানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন খালেদা জিয়া।

এ সময় বাংলাদেশ থেকে ভুটান তিন হাজারেরও বেশি  চিকিৎসক নেবে বলে খালেদা জিয়াকে অবহিত করেন জিগমে ওয়াই থিনলে।

শমসের মবিন চৌধুরী বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সার্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা।

এ সময় ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সার্ক গঠন ও খালেদা জিয়ার নেতৃত্বে দ্বি-পাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, দ্বি-পাক্ষিক সর্ম্পক আরও জোরদার করার বিষয়ে দুই নেতা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন খালেদা জিয়া।

এক প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী জানান, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বিষয়ে কোনো আলোচনা হয়নি।
 
প্রসঙ্গত, গত সোমবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।