ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জিয়াউর রহমানের জন্ম বার্ষির্কীতে বিএনপির ১৩দিনের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
জিয়াউর রহমানের জন্ম বার্ষির্কীতে বিএনপির ১৩দিনের কর্মসূচি

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৫তম জন্ম বার্ষির্কী উপলক্ষে ১৩দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ জানুয়ারি ছাত্রদলের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

১৯ জানুয়ারি ভোর ছয়টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) স্বেচ্ছা রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পন। ওইদিন দুপুর দুইটায় বিএনপির উদ্যোগে মহানগর নাট্যমঞ্চে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও সন্ধ্যা সাতটায় একই স্থানে জাসাস’র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২০ জানুয়ারি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের আলোচনা সভা।

২১ জানুয়ারি বিকেল তিনটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাত্রদলের র‌্যালি।

২২ জানুয়ারি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে চিত্র প্রদর্শনী।

২৩ জানুয়ারি জাতীয় প্রেসকাব মিলনায়তনে মৎস্যজীবী দলের আলোচনা সভা।

২৪ জানুয়ারি মহানগর নাট্যমঞ্চে স্বেচ্ছসেবক দলের আলোচনা সভা।

২৬ জানুয়ারি জাতীয়তাবাদী তাঁতী দলের আলোচনা সভা।

২৭ জানুয়ারি রাজধানীর ভাসানী মিলনায়তনে ওলামা দলের আলোচনা সভা।

২৮ জানুয়ারি কৃষক দলের আলোচনা সভা, ২৯ জানুয়ারি জিয়া পরিষদের উদ্যোগে জিয়ার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, ৩০ জানুয়ারি জাতীয় প্রেসকাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা ও ৩১ জানুয়ারি শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা।

বিএনপি ভাইস চেয়ার শমসের মবিন চৌধুরির সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, চিফ হুইপ জয়নুল আবেুদন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, , শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।