ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়া সিদ্ধান্ত দিলেই সংসদে যাবো: চিফ হুইপ ফারুক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
খালেদা জিয়া সিদ্ধান্ত দিলেই সংসদে যাবো: চিফ হুইপ ফারুক

ঢাকা: জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রধান বিরোধীদল বিএনপির যাওয়ার বিষয়টি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ওপরই নির্ভর করছে।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে এমনই বলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।



শনিবার রাতে তিনি বলেন, ‘আমাদের নেতা খালেদা জিয়া সিদ্ধান্ত দিলেই আমরা সংসদে যাবো। এ বিষয় নিয়ে তার সঙ্গে প্রতিদিনই আলোচনা হচ্ছে। আজকেও আলোচনা করছি। তিনি যখনই সিদ্ধান্ত দেবেন তখনই আমরা সংসদে যাবো। ’

তিনি আবারও সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, সরকারই চাচ্ছে না আমরা সংসদে যাই। আমরা যেতে চাই। আমাদের একজন সংসদ সদস্য জেলে আছেন। তাকে মিথ্যা মামলায় জেলে আটকিয়ে রাখা হয়েছে। আমরা তাকে নিয়েই সংসদে যেতে চাই, দেখি সরকার কি করে। আমাদের সংসদে যাওয়ার ব্যাপারে সরকারের ইচ্ছাই যথেষ্ট।

এসময় তিনি আরও বলেন, আমরা সংসদে যাওয়ার বিষয়ে সংসদীয় দলের সঙ্গেও আলোচনা করছি। আলোচনা করছি আমাদের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে। তিনিই বলবেন কখন সংসদে যাবো।
 
তিনি বলেন, সংসদে নেওয়ার ব্যাপারে সরকারকে আন্তরিক হতে হবে। আমাদের সংসদে যাওয়ার সুযোগ তাদেরই করে দিতে হবে।


বাংলাদেশ সময়: ১১৫০ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।